আবারও ইডির তলব রাজ্যের আইন মন্ত্রীকে

- আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 18
পুবের কলম ওয়েব ডেস্ক ঃ কয়লা প্রাচার কাণ্ডে মলয় ঘটককে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । এর আগেও দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা হয়েছিল, কিন্ত করোনার আবহের কথা বলে এড়িয়ে যান তিনি । গত ২ ফেব্রুয়ারী হাজিরা দেওয়ার কথা হলে পুনরায় ইডির আদেশকে বুড়ো আঙ্গুল দেখান তিনি । ফলে পরবর্তীতে ৮ ফেব্রুয়ারী হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠাই ইডি ।
আসানসোলে কয়লা পাচার কাণ্ডে তার বিরুদ্ধে কিছু তথ্য পাওয়া গেছে বলে ইডি সূত্রে জানা যায় । আর সেই পরিপেক্ষিতেই ডেকে পাঠানো হয় । করোনা আবহের কথা জানিয়ে ৮ তারিখ সময় নিলেন তিনি । ইডির অফিস দিল্লিতে , কয়লা প্রাচার ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে , সেই খানেই ডেকে পাঠানও হয় তাকে। রাজ্যের আইন মন্ত্রীর কাছে কয়লা প্রাচার কাণ্ড সংক্রান্ত কিছু তথ্য ইডির দফতরে জমা করতে বলে ইডি ।
ইডি সূত্রে খবর , কয়লা কাণ্ডে তাঁর বিরুদ্ধে কিছু তথ্য উঠে এসেছে, আর সেই নিয়ে তাঁকে জিজ্ঞসাবাদ খুবই জরুরি । এই বারেও যদি মলয় ঘটক নির্দেশ পালন না করে তাঁর বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্ত সেই নিয়ে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক এখনও মুখ খোলেননি।