দেশ বিরোধী স্লোগানের অভিযোগে ভাঙা হয় বাড়ি-দোকান, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 119
পুবের কলম ওয়েবডেস্ক: ক্রিকেট ম্যাচ চলাকালীন ভারত বিরোধী স্লোগান দিয়েছিল মহারাষ্ট্রে এক কিশোর। এমনই অভিযোগ তুলেছিল হিন্দুত্ববাদীরা। ঘটনাটি মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার। এই ঘটনায় শাস্তি দিতে কিশোরের বাবা ও কাকার বাড়ি এবং দু’টি দোকান ভেঙে ফেলে প্রশাসন। ঘটনার মামলা গড়ায় আদালতে।
আরও পড়ুন: সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইল হাইকোর্ট, ধর্ষণ না গণধর্ষণ তা নিয়েও প্রশ্ন বিচারপতির
শীর্ষ আদালতে দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। সোমবার সেই মামলার শুনানিতে মহারাষ্ট্র সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাবদিহি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ নোটিস জারি করেছে। চার সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র সরকারকে প্রতিক্রিয়া জমা দিতে বলা হয়েছে। সম্পত্তি নষ্টের বিষয়ে সুপ্রিম কোর্টের ২০২৪-এর ১৩ নভেম্বরের রায় লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।