পুবের কলম প্রতিবেদকঃ নির্ধারিত সময়ের আগেই বের হবে হাই মাদ্রাসা আলিম, ফাজিল পরীক্ষার ফল। বৃহস্পতিবার মাদ্রাসা পর্ষদের মূল বিষয়গুলির লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর পর্ষদ সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন বলেন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষাগুলি নির্বিঘ্নেই হয়েছে। তেমন কোনও বড় সমস্যা হয়নি। কিছু পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তার আগেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানান পর্ষদ সভাপতি।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ৭ মার্চ থেকে শুরু হয় ২০২২ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল-এর পরীক্ষা। ১৭ মার্চ মূল বিষয়গুলির লিখিত পরীক্ষা শেষ হয়। এ বছর ৯৬ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় দেয়।
হাই মাদ্রাসা পরীক্ষা দেয় ৬৭ হাজার ৫৪৯ জন, আলিম-এ পরীক্ষা দেয় ১৫ হাজার ৯৯৩ জন এবং ফাজিল-এ ৬ হাজার ১৫৪ জন।
এছাড়াও সিসি এবং কম্পার্টমেন্টাল ৭ হাজার পরীক্ষার্থী ছিল।