প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

- আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার
- / 15
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল। তার সঙ্গেই পরিবর্তন এসেছে মেধাতালিকাতেও। ফলাফল প্রকাশের সময় মেধাতালিকায় নাম ছিল ১১৮ জনের। এবার তা বেড়ে দাঁড়াল ১২২ জনে। স্ক্রুটিনির পর মেধাতালিকায় তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালদহ রামকৃষ্ণ মিশনের ছাত্র মেহেদি হাসান৷ ৬৯১ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সে। অন্যান্য বছরের তুলনায় এবার তুলনামূলক তাড়াতাড়ি প্রকাশ করা হয়েছে স্ক্রুটিনির ফলাফল।
জুন মাস শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, পিপিআরের ক্ষেত্রে ৭৫৭৪টি খাতা জমা পড়েছিল। অন্যদিকে, পিপিএসের ক্ষেত্রে ৯৩৪৮৯ খাতার মধ্যে ৮০৩১ টি খাতায় পরিবর্তন হয়েছে। নতুন মেধাতালিকায় বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের প্রণীল যশ ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র প্রীতম দাস চতুর্দশ স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে। একাদশ থেকে নবম স্থানে উঠে এসেছে রামগোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক।