পুবের কলম ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার, তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।
বহুদিন ধরেই ভোকাল কর্ডের একটা সমস্যায় ভুগছেন মদন মিত্র। সেই সমস্যা বাড়াবাড়ি হওয়াতে তাঁকে এবার ভর্তি করা হল হাসপাতালে। আগামীকাল বৃহস্পতিবার ভোকাল কর্ডের টিউমার অপারেশন হওয়ার কথা এই বর্ষীয়ান রাজনীতিবিদের।
আট সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই।মদন মিত্রের মেডিক্যাল বোর্ডে রয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত ও ডি ঘোষ। চেস্ট মেডিসিনের সোমনাথ কুণ্ডু, অ্যানাস্থেসিওলজির এ লাহা, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিওলজির দেবব্রত দাস। বুধবার এই আট চিকিৎসকের বোর্ডের বৈঠক রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ক’ মদন মিত্রকে।