পুবের কলম, ওয়েব ডেস্কঃ বড়দিনের উৎসব উচ্ছৃঙ্খলতা ঠেকাতে কঠোর হয়েছিল কলকাতা পুলিশ। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এবার একই ধারা বজায় রেখে বর্ষবরণেও থাকছে কঠোর নজরদারি। এমনিতেই প্রতিবছর নতুন বছরকে স্বাগত জানাতে পথে নামে কলকাতা-সহ সংলগ্ন এলাকার মানুষ। তাই এই সময়ে মহানগরে থাকে কড়া নিরাপত্তা। মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে ২০২৪। বছরশেষে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার শহরজুড়ে সাড়ে ৪ হাজার বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একইসঙ্গে রাতে স্পেশাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্ক স্ট্রিট সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান, ৪ হাজার ৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। ৩১ জানুয়ারি থেকে ১ তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে, ১৫টি জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে। কলকাতা পুলিশের এসটিএফ টিমও তৈরি থাকবে সর্বদা।
তবে এ দিনের সাংবাদিক সম্মেলনে বাইক চালকদের জন্য সুখবর শোনালেন কলকাতা পুলিশ কমিশনার। জানালেন, মা ফ্লাইওভারে রাত্রিকালীন যে বিধিনিষেধ ছিল তা তুলে নিল প্রশাসন এবার থেকে ২৪ ঘণ্টাই চলবে দু’চাকার যান। পুলিশ কমিশনার বলেন, মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টা বাইক, স্কুটি চলবে। তবে গাড়ির গতির দিকে কড়া নজর থাকবে। সীমা অতিক্রম করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, ‘তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা অনেক রাতে ফেরেন। তাঁরা অনেকেই দু-চাকার গাড়ি ব্যবহার করেন। এ ছাড়া অনেক রকম জরুরি পরিস্থিতি থাকে। তাই ২৪ ঘণ্টা মা উড়ালপুল দিয়ে বাইক চলাচল করতে পারবে।’
সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার আবার পার্ক স্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক। সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, হোটেলগুলিতে যারা থাকতে আসবেন তাদের থেকে যা যা নথি চাওয়া হবে, তা দেখাতে না পারলে ঢুকতে দেওয়া যাবে না।