পুবের কলম ওয়েবডেস্কঃ আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ। কড়া রোদ দেখা নেই বৃষ্টির। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নিম্নচাপ। তার জেরে আগামী তিন,চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আজ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যার রেশ পড়বে কলকাতায়।
উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপটি আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। কলকাতায় মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। কমবে তীব্র আদ্রতাজনিত অস্বস্তিও।