পুবের কলম, ওয়েবডেস্ক: দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস! আগুন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে! পুড়ে খাক হাজার হাজার বাড়ি। দাবানলে পুড়ে ছাই হলিউডও। বন্ধ হয়ে গেছে শুটিং। শোনা যাচ্ছে, বিখ্যাত ‘হলিউড’ লেখাটিও নাকি আগুনে পুড়েছে। আগুনের গ্রাসে বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের প্রাসাদোপম বাড়িও।
আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খোদ তারকারা। প্রকৃতির রুদ্ররোষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। ব্যাস্তচ্যুত লক্ষাধিক। ৩০ হাজারের বেশি মানুষকে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া জারি রয়েছে। একদিকে আগুনের তীব্রতা অন্যদিকে ঝড়ো হাওয়া।
প্রকৃতি তাণ্ডব যেন চ্যালেঞ্জ জানাচ্ছে আধুনিক সভ্যতাকে । দাবানলের ভয়াবহতা এতটাই নেভাতে নেভাতে শেষ হয়ে যাচ্ছে জলও। জানা গেছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকার অসংখ্য বাড়িঘর ও যানবাহন কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কে তারকা ? কে আমজনতা দাবানলের রুদ্ররোষে ছাড় পাননি কেউই! নিজেদের রাজপ্রাসাদ ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন তাবড় তাবড় তারকারা। খালি করা হলো কমলা হ্যারিসের বাড়ি’ও। ভয়াবহ এমন দাবানলে পুড়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি খালি করা হয়েছে। তবে কমলা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। এই ভয়াবহ বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন।
৭ তারিখ এলাকায় আচমকাই দাবানল দেখা যায় ৷ মূলত লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে একটি বনাঞ্চল থেকে দাবানলের উৎপত্তি। দমকা হাওয়ার জেরেই সেই আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধেয় ৭০ কিলোমিটার দমকা হাওয়ার সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। নির্দিষ্ট জায়গায় তা আবার ১১২ কিলোমিটার বেগে বইতে থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নেভানোর কাজে দমকলের ১৪০০টিরও বেশি যান ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে । সাহায্যে এগিয়ে এসেছে ওরিগন প্রদেশও। সেখান থেকে ২৪০টি ফায়ারফাইটার ও ৬০টি ইঞ্জিন এসে পৌঁছেছে আগুন নেভানোর কাজে। এদিকে ছুটিতে থাকা সকল দমকল কর্মীদের কাজে যোগ দিতে জরুরি নির্দেশিকা জারি করেছে লস অ্যাঞ্জেলস দমকল বিভাগ।