কলকাতাSaturday, 10 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গতবারের মতো এবারও করোনাবিধি মেনে হবে দুর্গাপুজো, পুজোর সঙ্গে যুক্তদের টিকাকরণ বাধ্যতামূলক

mtik
July 10, 2021 1:46 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ গতবছরের মতো এবারও করোনা বিধি মেনেই হতে চলেছে দুর্গাপুজো।এবারেও থাকবে কড়া স্বাস্থ্যবিধি।অতিমারী পরিস্থিতিতে বিধিনিষেধ মেনেই এবারও পুজোর আয়োজন করা হচ্ছে।এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে বসছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু।

কোভিড পরিস্থিতিতে গতবার থেকেই ম্লান বাঙালির সেরা উৎসব। খোলা প্যান্ডেলে হয়েছিল পুজো। এবারও তেমন ব্যবস্থাপনা থাকছে বলে জানিয়েছেন শাশ্বত বসু। এবার ১৫ থেকে ২৫ জনই মন্ডপে প্রবেশ করতে পারবেন। দূরত্ববিধি মেনেই হবে অঞ্জলির আয়োজন ও ভোগ বিতরণ। প্যান্ডেলের শিখর বেশ উঁচু করা হবে। ক্লাবের ১০ থেকে ১৫ জন সদস্য একবারে মন্ডপের ভিতরে থাকতে পারবেন। মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা কর্মী, ঢাকী, স্বেচ্ছাসেবী, পুরোহিত, যাঁরা পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। অনেকের ইতিমধ্যেই টিকার দুটি ডোজ হয়ে গিয়েছে। যাঁরা এখনও টিকা নিয়ে উঠতে পারেননি, ক্লাবের পক্ষ থেকে তাঁদের টিকাকরণের বন্দোবস্ত করা হবে বলেই জানানো হয়েছে। এবারও মাস্ক পরা বাধ্যতামূলক এবং মণ্ডপে স্যানিটাইজেশনের যাবতীয় ব্যবস্থা রাখা হবে।