কলকাতাWednesday, 27 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আলাপনকে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে চিঠি! উল্লেখ প্রেরকের নাম! একাধিক মামলা রুজু করে তদন্তে পুলিশ

mtik
October 27, 2021 12:52 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) খুনের হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য- রাজনীতি। ইতিমধ্যেই একাধিক মামলা রুজু করে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানা ও লালবাজার গোয়েন্দা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে।

মঙ্গলবার দুপুরে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী বন্দ্যোপাধ্যায়ের নামে চিঠি আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সোনালীদেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে রয়েছেন। এই চিঠির একটি কপি রাজাবাজার সায়েন্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। চিঠির প্রেরকের জায়গায় নাম রয়েছে ‘গৌরহরি মিশ্র’।

এদিকে এই ঘটনায় রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপিকা জানিয়েছেন গৌরহরি মিশ্র বলে প্রেরকের নামের জায়গায় যে নাম ব্যবহার করা হয়েছে সেই নামে অর্থাৎ গৌরহরি মিশ্র তাঁর ল্যাব অ্যাসিসট্যান্টের নাম। তবে এই ঘটনার সঙ্গে গৌরহরি মিশ্র কোনও ভাবেই জড়িত নয়। প্রেরক কোনও অভিসন্ধি নিয়েই এই নাম ব্যবহার করেছে।

এদিকে এই ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের। প্রাথমিক তদন্তে সামনে এসেছে একাধিক প্রশ্ন। যে ব্যক্তি এই ধরনের খুনের হুমকি দিয়েছে তার মোটিভ কি? কেনই বা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী’র কাছে এই চিঠি পাঠানো হল। আর কেন চিঠির একটি কপি  রাজাবাজার সায়েন্স কলেজে পাঠানো হল? গৌরীহরি মিশ্র বলে চিঠিতে প্রেরকের নাম কেন ব্যবহার করা হল? তাহলে কি এই নামে আড়ালে যে এই চিঠি পাঠিয়েছে, সে সবাইকে চেনে? ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

চিঠির বয়ান অনুযায়ী   “আপনার স্বামীকে খুন করা হবে। কেউ বাঁচাতে পারবে না আপনার স্বামীকে।”  এই চিঠি এসেছে স্পিড পোস্টের মাধ্যমে। ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। আতঙ্কিত আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবার।

বিষয়টি নবান্নের নজরে আসতেই তড়িঘড়ি তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যের তরফে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে এখন কাজ করেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।