পুবের কলম প্রতিবেদকঃ পুরভোটেও তারুণ্যদের প্রাধ্যান্য দিল বামফ্রন্ট। এর সঙ্গেই তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার জন্য কিছু আসনে অন্য দলকে সমর্থন করার বার্তা দিয়েছে বামেরা। শুক্রবার ১২০ টি ওয়ার্ডের প্রাথী ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় রয়েছেন মহিলা এবং সংখ্যালঘু প্রার্থী। প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রকাশ করেন বাম নেতা কল্লোল মজুমদার।
এবার আগের থেকে মহিলা প্রার্থী বেড়েছে। এবারের তালিকায় রয়েছেন ৫৬ জন মহিলা। পুরুষ প্রার্থীর সংখ্যা ৫৮ জন। সংখ্যালঘু প্রার্থী রয়েছেন ১৭ জন। প্রায় ৫০ শতাংশ প্রার্থীর বয়স ৫০-এর নীচে। অর্থাৎ এ ক্ষেত্রেও তরুণ মুখের ওপর জোর দিয়েছে বামেরা। গুরুত্বপূর্ণ হিসেবে যাঁদের নাম থাকছে– তাঁরা হলেন পল্লব মুখোপাধ্যায়– অজিত চৌধুরী– মানজার এহসান– দীপু দাস– বরুণ দাস– ফৈয়াজ আহমেদ খান– মধুছন্দা দেব– মৃত্যুঞ্জয় চক্রবর্তী– মঞ্জু কর– রত্না রায় মজুমদার।
যে যে ওয়ার্ডে প্রাথী দেওয়া হয়নি সেখানে কংগ্রেস অথবা আইএসএফ প্রার্থী দিলে বামেদের তরফে তাদের সমর্থন করা হবে বলে জানানো হয়েছে। যদিও পুরভোটে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস বা আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কল্লোল মজুমদার বলেন– ঐতিহাসিকভাবে কোথাও কোথাও শক্তি কম থাকায়– সেখানে প্রার্থী দিলে আসন ভাগ হওয়া ছাড়া আর কিছু হবে না। তাই এমন ১৫-১৬ টি আসন বেছে নেওয়া হয়েছে– যেখানে আদর্শগত বা অন্যান্য অনেক পার্থক্য থাকলেও কোনও দলের লক্ষ্য যদি তৃণমূল বা বিজেপিকে হারানো হয়– তাহলে সেখানে ওই দলকে পূর্ণাঙ্গ সমর্থন করবে বামেরা।