পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী কে পেছনে ফেলে৷ বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। ২১ এর বিধানসভা বাম-কংগ্রেস শূন্য। সেখান থেকে দাঁড়িয়ে ২২ এর এই উপনির্বাচনের ফলাফল নিসন্দেহে স্বস্তি দেবে আলিমুদ্দিনের বাম নেতৃত্ব কে।
রাজ্যে এই মুহূর্তে প্রধান বিরোধী বিজেপি প্রার্থীকে পিছনে ফেললেন প্রায় ১৮ হাজার ভোটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০০৬ এর পরে এই প্রথম এতটা ভোট বেড়েছে বামফ্রন্টের। যা অবশ্যই একটা ইতিবাচক পরিবর্তন।
কলকাতা পুরসভার নির্বাচনই ইঙ্গিত দিয়েছিল বামেরা আবারও লড়াইয়ে ফিরছেন। ২২ এর বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন আবারও প্রমাণ করল লড়াইয়ের ময়দানে আজও বামফ্রন্ট প্রাসঙ্গিক।
রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রার সামনে ছিল দুটো লক্ষ্য।প্রথমত বালিগঞ্জ কেন্দ্রে ২১ এর বাম প্রার্থী এবং তাঁর স্বামী ফুয়াদ হালিমের ভোট মার্জিন টপকে যাওয়া, দ্বিতীয়ত এই বালিগঞ্জ বিধানসভায় পুরভোটের নিরিখে বামেদের প্রাপ্ত ফলকে টপকে যাওয়া। এই দুটো লক্ষভেদেই আপাতত সফল সায়রা।
বামেরা পুরভোটে পায় ১১,২৪২ ভোট। সেখানে বামেদের থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা সরিয়ে নেওয়া বিজেপি পায় ১০,১৫৭ ভোট।
বালিগঞ্জে নিজস্ব ক্যারিশমায় ভোটব্যাংক অক্ষত রাখতেন প্রয়াত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে তৃণমূল জয়ের ধারা বজায় রাখলেও কমল মার্জিন। বাবুল সহ তৃণমূল শীর্ষ নেতৃত্বকে নিশ্চয়ই সেকথা ভাবাবে।