১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, এসএসকেএমে শোকাহত মমতা, ফিরহাদ হাকিম সহ অন্যান্য মন্ত্রীরা

সুস্মিতা
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সন্ধের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২ দিন আগেই তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। আজ সন্ধের পর থেকেই সেই স্টেন্টেই সমস্যা দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় তিনি ‘স্টেন্ট থ্রম্বোসিসে’ আক্রান্ত হন।
সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়ির কালীপুজো ছেড়ে এসএসকেএমে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ডাক্তারদের থেকে খবরাখবর নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”বউদি অনেক চেষ্টা করেছেন। সহকর্মীরা অনেক চেষ্টা করেছেন। দীপাবলিতে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবিনি। আমি সুব্রতদাকে এই অবস্থায় দেখতে পারব না।”
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘ সুব্রতদার মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত।’’ মন্ত্রী অরূপ বিশ্বেসের প্রতিক্রিয়া, ‘‘সত্যিই অপূরণীয় ক্ষতি।’’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, এসএসকেএমে শোকাহত মমতা, ফিরহাদ হাকিম সহ অন্যান্য মন্ত্রীরা

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সন্ধের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২ দিন আগেই তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। আজ সন্ধের পর থেকেই সেই স্টেন্টেই সমস্যা দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় তিনি ‘স্টেন্ট থ্রম্বোসিসে’ আক্রান্ত হন।
সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়ির কালীপুজো ছেড়ে এসএসকেএমে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ডাক্তারদের থেকে খবরাখবর নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”বউদি অনেক চেষ্টা করেছেন। সহকর্মীরা অনেক চেষ্টা করেছেন। দীপাবলিতে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবিনি। আমি সুব্রতদাকে এই অবস্থায় দেখতে পারব না।”
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘ সুব্রতদার মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত।’’ মন্ত্রী অরূপ বিশ্বেসের প্রতিক্রিয়া, ‘‘সত্যিই অপূরণীয় ক্ষতি।’’