পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত কলকাতা পুরসভা ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস। দিঘা থেকে সপরিবারে কলকাতায় ফেরার পথে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। নিমতৌড়ির কাছে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। গাড়ির পিছনেই বসে ছিলেন তিস্তা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই গাড়িতেই ছিলেন তাঁর স্বামী ও মেয়ে। তাঁদেরও আঘাত লেগেছে। তাঁদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে দ্রুত তাদের কলকাতা নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। কাউন্সিলরের মৃত্যুর খবর পেয়েই তমলুকের এসপি ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা-নেত্রীরা। তিস্তা বিশ্বাসের মৃত্যুতে হতবাক রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ টুইটারে শোক জ্ঞাপন করে লিখেছেন, পথ দুর্ঘটনায় কলকাতা পৌরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি পৌরমাতা শ্রীমতি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। অন্যদিকে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্বামী ও মেয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
ব্রেকিং
- বার্সেলোনায় ফিরছেন মেসি
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট
- আমার স্ত্রীর চেয়েও তাড়াতাড়ি পিচের মুড বদল: ইরফান পাঠান
- ‘আমরা কি মানুষ না’ ইসরাইলি তাণ্ডবে ক্ষোভ উগড়ে দিলেন বৈরুতবাসীরা
- আগ্রাসন ছেড়ে যশস্বী রাহুলে টেস্ট ক্রিকেটে ফিরল ভারত
- গবেষণা করে অধ্যাপনার কাজে নিযুক্ত হতে চান সাইনাজ ফারজানা কাজী
- পাকিস্তানকে হতাশ করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পথে আইসিসি!
- নজিরের নাম বুমরাহ
- প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী
- ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ রাজ্য সরকারের, বাড়ল না ঈদের ছুটি
- বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে ২২৬, বিজেপি কমে ৬৬
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট