২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পথে দুর্ঘটনায় প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাস, শোক জ্ঞাপন দিলীপ-শুভেন্দুর

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত কলকাতা পুরসভা ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস। দিঘা থেকে সপরিবারে কলকাতায় ফেরার পথে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। নিমতৌড়ির কাছে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। গাড়ির পিছনেই বসে ছিলেন তিস্তা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই গাড়িতেই ছিলেন তাঁর স্বামী ও মেয়ে। তাঁদেরও আঘাত লেগেছে। তাঁদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে দ্রুত তাদের কলকাতা নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। কাউন্সিলরের মৃত্যুর খবর পেয়েই তমলুকের এসপি ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা-নেত্রীরা। তিস্তা বিশ্বাসের মৃত্যুতে হতবাক রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ টুইটারে শোক জ্ঞাপন করে লিখেছেন, পথ দুর্ঘটনায় কলকাতা পৌরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি পৌরমাতা শ্রীমতি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। অন্যদিকে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্বামী ও মেয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, চাঞ্চল্য এএমইউ জুড়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পথে দুর্ঘটনায় প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাস, শোক জ্ঞাপন দিলীপ-শুভেন্দুর

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত কলকাতা পুরসভা ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস। দিঘা থেকে সপরিবারে কলকাতায় ফেরার পথে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। নিমতৌড়ির কাছে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। গাড়ির পিছনেই বসে ছিলেন তিস্তা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই গাড়িতেই ছিলেন তাঁর স্বামী ও মেয়ে। তাঁদেরও আঘাত লেগেছে। তাঁদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে দ্রুত তাদের কলকাতা নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। কাউন্সিলরের মৃত্যুর খবর পেয়েই তমলুকের এসপি ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা-নেত্রীরা। তিস্তা বিশ্বাসের মৃত্যুতে হতবাক রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ টুইটারে শোক জ্ঞাপন করে লিখেছেন, পথ দুর্ঘটনায় কলকাতা পৌরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি পৌরমাতা শ্রীমতি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। অন্যদিকে কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্বামী ও মেয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।