ফের বীরভূমে বিপুল পরিমাণে বোমা উদ্ধার

- আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার
- / 9
কৌশিক সালুই, বীরভূম: বীরভূমের সাঁইথিয়া ও মল্লারপুর থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ।জানা গিয়েছে, এই দুই জেলা থেকে প্রায় ১০০ টি বোমা উদ্ধার হয়েছে। তার মধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে ৭০ টি বোমা। সাঁইথিয়া এলাকায় একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বোমা। যদিও কারা এই কাজ করেছে সেটা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েই খবর দেয় পুলিশকে।উদ্ধার হয় ৭০ টি হাতবোমা। ঝোপের আড়ালে দু’টি ড্রাম ও একটি ঝোলায় বোমাগুলি রাখা ছিল। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার আতঙ্কে এলাকাবাসী। অন্যদিকে মল্লারপুরের জমুনি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতেও প্রচুর বোমা পাওয়া গেছে। মন্টু শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা মিলেছে। জানা গিয়েছে, মন্টু শেখ নামে ওই ব্যক্তি বর্তমানে মহারাষ্ট্রে রয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।