পুবের কলম, ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইপিএলের প্রাক্তন কর্তা ললিত মোদি। সবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। মেক্সিকোর হাসপাতালে ভর্তি ছিলেন। ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে। সেই অবস্থায় ছুটি পেয়ে লন্ডনের বাড়িতে ফিরলেন সদ্য। এয়ার অ্যাম্বুল্যান্সে উড়িয়ে আনা হয়েছে তাঁকে।ললিত মোদির দ্রুত আরোগ্যকামনা করে ট্যুইটে বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। ললিতকে লিখেছেন, ‘আশা করছি খুব দ্রুত আপনি সেরে উঠবেন। শক্ত থাকুন ললিত।’
তবে সুস্মিতা সেনের বক্তব্য কিছু পাওয়া যায়নি।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আইপিএলের প্রাক্তন প্রধান ললিত মোদি। তাকে অক্সিজেন সাপোর্ট হয়। শুক্রবার ইন্সটাগ্রামে ললিত মোদি লিখেছেন, ‘দু সপ্তাহ মধ্যে করোনায় আক্রান্ত হন তিনি। সেই সঙ্গে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি ঘরবন্দী ছিলেন।’ তার হাসপাতালে ভর্তির খবরের পাশাপাশি তিনি উপরে ছবিটি পোস্ট করেছেন।
ইন্সটায় ললিত লেখেন, অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে আমি নিরাপদে ঘরে ফিরেছি। দুজন চিকিৎসক ছিলেন। আর সঙ্গে ছিল আমার কর্তব্যপরায়ণ ছেলে, যে আমাকে লন্ডনে ফিরিয়ে আনার জন্য অনেক কাজ করেছে’। দুর্ভাগ্যবশত ২৪ ঘণ্টা আমাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এর মাইল পাড়ি দেওয়ার জন্য ভিস্তা জেটের সবাইকে ধন্যবাদ। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সবার প্রতি ভালোবাসা ও আলিঙ্গন’। অন্য একটি পোস্টে আবার চিকিৎসকদের আলাদা করে প্রশংসা করেছেন তিনি। জানান, দুই চিকিৎসকের একজন মেক্সিকোর। অন্যজন লন্ডনের। ব্রিটেন থেকে শুধুমাত্র তাঁর জন্যই মেক্সিকোয় উড়ে গিয়েছিলেন সেই ডাক্তার। তাঁদের সঙ্গেই এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন ফেরেন মোদি। এবার দ্রুত সুস্থ হয়ে ওঠাই তাঁর লক্ষ্য।