পুবের কলম প্রতিবেদকঃ পাসপোর্ট জালিয়াতি রুখতে কড়া পড়া নিল কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ভারতীয় নাগরিক সেজে কলকাতায় স্থায়ী ভাবে বসবাস করার অপরাধে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির ঘটনায় নেমে পাসপোর্ট জালিয়াতি চক্রের খোঁজ পেয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকারী অফিসারদের ধারণা, পাসপোর্ট জালিয়াতি চক্রের নেপথ্যে থাকতে পারেন পাসপোর্ট সেবা কেন্দ্রে কর্মরত ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশ।
পাসপোর্ট জালিয়াত চক্রের অন্দরমহলের হাল হকিকত জানতেই এবার রাজ্যের ৫ পাসপোর্ট সেবা কেন্দ্রে চিঠি পাঠালো লালবাজার।লালবাজার সুত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের ৫ পাসপোর্ট সেবাকেন্দ্রে কর্মরত ভেরিফাইং অফিসার ও গ্রান্টিং অফিসারদের নামের তালিকা চেয়েছে লালবাজার। এমনকী তদন্তের স্বার্থে ওই আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে লালবাজার সুত্রে জানা গিয়েছে। অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় আবেদন ফি হিসেবে যে একাউন্ট থেকে টাকা এসেছে সেই একাউন্ট নম্বর-সহ বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।