রামনবমী নিয়ে সতর্ক লালবাজার, কড়া নিরাপত্তা পুলিশের

- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 63
পুবের কলম, ওয়েবডেস্ক: ৬ এপ্রিল রবিবার রামনবমী। রামনবমী নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম। শাসক দল ও বিরোধী উভয় পক্ষই রামনবমীর মিছিল বের করবে বলে খবর। রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ফলে রামনবমীর মিছিল ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা পুলিশের। যে রুটগুলি দিয়ে রামনবমীর মিছিল যাবে সেখানে কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারটেগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। কোনও ধরনের গোলমাল হলে যাতে শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়, সেদিকে নজর রয়েছে পুলিশের।

লালবাজার সূত্রে খবর, কলকাতায় মোট ৫৯টি রামনবমীর মিছিল বের হবে। পাঁচটি বড় মিছিল হওয়ার কথা। এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস ও কাশীপুর থেকে এই মিছিলগুলো বের হবে। প্রত্যেকটি মিছিলেই যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে প্রোটেকটিভ গিয়ার থাকার নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনার। ইট ও বোতল নিয়ে হামলা চালালে পুলিশ যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় তার নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে মিছিলের ওপর নজরদারি চালানো হবে। মিছিলের আগে ও পরে থাকবে পুলিশ। রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি।
বাইক নিয়ে মিছিল না করার নির্দেশ দিয়েছে পুলিশ। একমাত্র নির্দিষ্ট রুটেই মিছিল করা যাবে। অন্য রুটে কেউ মিছিল করলে পুলিশ তা আটকাবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে পুলিশ। অস্ত্র নিয়ে মিছিল যাতে কেউ না করেও সেই দিকেও নজরদারি চালাবে পুলিশ। প্রত্যেকটি মিছিলের রুটে থাকবে সিসিটিভি ক্যামেরা। বড় মিছিলের রুটে থাকবে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। সিসিটিভির মনিটরিং করবে পুলিশ। পুলিশকর্মী ও আধিকারিকদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা।