পুবের কলম, ওয়েব ডেস্কঃ আপন দেশে বয়কটের শিকার হলেও পরদেশে সাম্প্রতিক সব বলিউড ছবির রেকর্ড ভাঙছে আমির খানের ‘লাল সিং চড্ডা’। এই মুহুর্তে আন্তর্জাতিক বাজারে ছবিটি আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াডি’ কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’ বা অনুপম খেরের ‘দ্য কাশ্মির ফাইলস’ এর মত সফল ছবিকে পিছনে ফেলে এগিয়ে গেছে।
মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ৫৯ কোটি টাকা আয় করেছে আমির খানের লাল সিং চড্ডা। গ্লোবাল বক্স অফিসে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ৫৯.৫৮ কোটি, ‘ভুলভুলাইয়া টু’ ৪৬.৯০ কোটি, ‘কাশ্মীর ফাইলস’ ৪৫.৪৬ কোটি টাকা আয় করেছে। সেই তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে ‘লাল সিং চড্ডা’। যদিও আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে সবথেকে বেশি আয় করছে দক্ষিণের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’। ওই ছবিটির এখনও পর্যন্ত আয় ২০ মিলিয়ন। লাল সিং চড্ডা ২৩ আগস্ট ভারতীয় বক্স অফিসে ৬৫ লক্ষ টাকা আয় করেছে, যা প্রায় অবিশ্বাস্য। কারণ বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ছবি মানেই হিট।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমির খানের ছবি বয়কটের ডাক দেওয়ার পর ‘লাল সিং চড্ডা’ ভারতীয় বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরে যদিও আয় বেড়ে দাঁড়ায় ৫৬.০৯ কোটি টাকা। অন্যদিকে বিশ্ব বাজারে ছবিটি ৫৯ কোটি আয় করায় সবমিলিয়ে এই মুহূর্তে ‘লাল সিং চড্ডা’র মোট বক্স অফিস কালেকশন ১১৬ কোটি টাকা। উল্লেখ্য, ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ১৮০ কোটি টাকা। ছবির শুটিং এ সময় লেগেছে প্রায় তিন বছর। করোনা মহামারীর কারণে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয় ছবি তৈরির কাজ। আমির খান ও করিনা কাপুর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নাগা চৈতন্য এবং মোনা সিং এর মত অভিনেতারা।