সম্প্রীতির বার্তা কুণালের, মিছিল ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 38
পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমীর মিছিল ঘিরে বাড়তি সতর্কতা পুলিশের। মিছিল শান্তিপূর্ণ করতে কড়া পুলিশ। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রামনবমীর মিছিলে অংশ নিয়েছেন। বাদ যায়নি শাসক দলের নেতারাও। তাঁরাও রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছেন। গোলাপি শার্ট-প্যান্ট, গলায় চেলি ও মাথায় গোলাপি পাগড়ি পরে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মিছিল থেকে সম্প্রীতির বার্তাও দেন। কুণাল ঘোষ জানান, রামনবমী সম্প্রীতির শোভযাত্রা। মুসলমানদের পবিত্র ঈদে আমরা সামিল হয়েছিলাম। রামনবমীর শোভাযাত্রায় মুসলমানরা সামিল হয়েছেন। ধর্মীয় শোভাযাত্রা সব ধর্মের আলাদা হতেই পারে। কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল। এটাই বাংলার সংস্কৃতি। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে হিন্দু-মুসলিম ভাই-ভাই বলেও জানান তিনি। এটাই বাংলার সংস্কৃতি।
রামনবমীর সকালে কাশীপুরে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। কলকাতা পুলিশের তরফ থেকে রামনবমীর শুভেচ্ছাও জানান তিনি। সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান সিপি। অফিসাররা সব মিছিল ঘুরে দেখছেন বলে জানান মনোজ ভর্মা। ভালভাবেই রামনবমী পালিত হচ্ছে বলে জানান তিনি। ভাঙড় ডিভিশনে অন্য সম্প্রদায়ের লোক এসে জল ও মিষ্টি খাওয়াচ্ছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার। কোথাও অস্ত্র দেখলে আইন অনুযাযী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।