উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সারা জেলা জুড়ে সমবায় নির্বাচনে শাসক দলের জয়ের ধারা বেড়ে চলেছে। রবিবার সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের দেবীপুর গুড়গুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর নির্বাচন হয়ে গেল। আর এই নির্বাচনে প্রত্যাশামত একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। মোট ১৫টি আসনের এই ভোটে তৃণমূল একাই ৯টি আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলিতে সিপিআইএম ২টি ও বিজেপি ৪টিতে জয়ী হয়েছে।
এদিন কড়া পুলিশ পাহারার মধ্যে দিয়ে এই ভোটপর্ব অনুষ্ঠিত হয়। জেতার পরে নীল সবুজ আবির মেখে আনন্দ উৎসবে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে সামিল হন কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু প্রধান। এই জয়ের পরে কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল বলেন, এই জয় মা মাটি মানুষের জয়। তাই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের সমস্ত নেতৃত্ব, সর্বস্তরের নির্বাচিত জন প্রতিনীধি, বুথ স্তরের কর্মী সমর্থক ও সমবায় সমিতির ভোটাধিকারে অংশ গ্রহণ কারী সমগ্র ভোটার দের কে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বিনম্র চিত্তে নত মস্তকে প্রণাম সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।