৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বার্তা কেকেআরের

Kuldeep Yadav slaps Rinku: মজার ছলেই রিঙ্কুকে চড় কুলদীপের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 50

পুবের কলম,ওয়েবডেস্ক: Kuldeep Yadav slaps Rinkuআইপিএলে মঙ্গলবার দিল্লিতে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচের পরে নাইট তারকা রিঙ্কু সিংকে চড় মারেন দিল্লির কুলদীপ যাদব। যে ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্ক যখন ক্রমশই বাড়ছে তখন এই প্রসঙ্গে মুখ খুলল কেকেআর কতৃপক্ষ। তাদের বক্তব্য, মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছেন কুলদীপ (Kuldeep Yadav slaps Rinku)

জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের

সামাজিক মাধ্যমে কেকেআরের তরফ থেকে বুধবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই চড় মারার ঘটনার ছবি। তারপরেই দেখা যাচ্ছে, মাঠে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ভালোবাসার কথা বলছেনে রিঙ্কু ও কুলদীপ। আঙুলের ইশারায় দু’জনকে ‘এল’ লেখার ভঙ্গি করেন তাঁরা।

 

এখানে ‘এল’ বলতে তাঁরা ‘লাভ’ অর্থাৎ ভালোবাসার কথা বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ওই ভিডিওতে কুলদীপ ও রিঙ্কুর আরও কিছু ছবি দেওয়া হয়েছে। কখনও গাড়িতে কখনও হোটেলে মজা করতে দেখা যাচ্ছে দু’জনকে। সেই ভিডিয়ো ক্যাপশনে লেখা হয়েছে, ‘সংবাদ মাধ্যমের খবর বনাম বন্ধুদের মধ্যে প্রকৃত সত্য (Kuldeep Yadav slaps Rinku)। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব রয়েছে।’

 

এই ভিডিওর মাধ্যমে কেকেআরের বার্তা খুব পরিস্কার যে, মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছেন কুলদীপ (Kuldeep Yadav slaps Rinku)। এই ঘটনা নিয়ে আর কোনও বিতর্ক হোক, সেটা একদমই চাইছে না নাইট কতৃপক্ষ।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বার্তা কেকেআরের

Kuldeep Yadav slaps Rinku: মজার ছলেই রিঙ্কুকে চড় কুলদীপের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: Kuldeep Yadav slaps Rinkuআইপিএলে মঙ্গলবার দিল্লিতে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচের পরে নাইট তারকা রিঙ্কু সিংকে চড় মারেন দিল্লির কুলদীপ যাদব। যে ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্ক যখন ক্রমশই বাড়ছে তখন এই প্রসঙ্গে মুখ খুলল কেকেআর কতৃপক্ষ। তাদের বক্তব্য, মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছেন কুলদীপ (Kuldeep Yadav slaps Rinku)

জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের

সামাজিক মাধ্যমে কেকেআরের তরফ থেকে বুধবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই চড় মারার ঘটনার ছবি। তারপরেই দেখা যাচ্ছে, মাঠে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ভালোবাসার কথা বলছেনে রিঙ্কু ও কুলদীপ। আঙুলের ইশারায় দু’জনকে ‘এল’ লেখার ভঙ্গি করেন তাঁরা।

 

এখানে ‘এল’ বলতে তাঁরা ‘লাভ’ অর্থাৎ ভালোবাসার কথা বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ওই ভিডিওতে কুলদীপ ও রিঙ্কুর আরও কিছু ছবি দেওয়া হয়েছে। কখনও গাড়িতে কখনও হোটেলে মজা করতে দেখা যাচ্ছে দু’জনকে। সেই ভিডিয়ো ক্যাপশনে লেখা হয়েছে, ‘সংবাদ মাধ্যমের খবর বনাম বন্ধুদের মধ্যে প্রকৃত সত্য (Kuldeep Yadav slaps Rinku)। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব রয়েছে।’

 

এই ভিডিওর মাধ্যমে কেকেআরের বার্তা খুব পরিস্কার যে, মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছেন কুলদীপ (Kuldeep Yadav slaps Rinku)। এই ঘটনা নিয়ে আর কোনও বিতর্ক হোক, সেটা একদমই চাইছে না নাইট কতৃপক্ষ।