পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যবধান মাত্র ৬ মাসের। ঠিক তারই মধ্যে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মারাঠাভূমের রাজনীতি। গত লোকসভা নির্বাচনে যেখানে ভোটব্যাঙ্ক ভরাতে রীতিমতো লড়াই করতে হচ্ছিল সেখানেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া টাইফুনে উড়ে যাওয়ার উপক্রম ইন্ডিয়া জোটের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ২১৮-রও বেশি আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। অন্যদিকে হাত গুণে গুণে কয়েকটা সিট পেয়েছে ইণ্ডি জোট। একদিকে ম্যাজিক ফিগার পার করে জয়জয়কার গেরুয়া জোটের অন্যদিকে হারের পিছনে ষড়যন্ত্র দেখছেন মহা বিকাশ আঘাড়ীর নেতারা।
এদিন সঞ্জয় রাউত বলেন, আজকের রায় জনতার না, বড় বড় শিল্পপতিদের সাহায্যেই এটা সম্ভব হয়েছে। কিছু একটা গোলযোগ আছে। এ রাজ্যের মানুষ অসৎ নয়। এই ফল কী করে সম্ভব? আমরা এই ফল মানি না। মোদি ঘনিষ্ঠ আদানির সাহায্যেই এটা সম্ভব হয়েছে।
অন্যদিকে মহারাষ্ট্রে উন্নয়ন-সুশাসনের জয় হয়েছে বলে পাল্টা দাবি প্রধানমন্ত্রীর। এদিন সোশ্যাল সাইটে তিনি , মহারাষ্ট্রের ভাইবোনেদের ধন্যবাদ জানান ৷ বিশেষ করে যুব ও মহিলাদের।
কৃষক আন্দোলন থেকে শুরু করে মারাঠা সংরক্ষণ, অন্তর্ঘাত, বিশ্বাসঘাতকতা- কোনও ইস্যুই ‘ব্রহ্মাস্ত্র’ হতে পারেনি বিরোধীদের। অন্যদিকে ঠিক কোন যাদুতে মারাঠাভূমে গেরুয়া ভূমিকম্প উঠল? এই প্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা জানিয়েছেন, মহারাষ্ট্রে এই জয়ের পিছনে মূল হাতিয়ার হল ‘তির্যক স্লোগান’, মোদি ম্যাজিক তো বিদ্যমান। এছাড়াও রয়েছে ‘হিন্দুত্ব ইস্যু’ , আর মহিলা ভোট টানতে লক্ষ্মী ভাণ্ডারের আদলে লড়কি-বহিন যোজনা ইত্যাদি। ভোটকেন্দ্রেও মিলেছিল তার প্রমাণ। মহিলা ভোটারদের লম্বা লাইনের দেখাও মিলেছিল ভোটকেন্দ্রে। যোগীর ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’, প্রধানমন্ত্রী মোদির “এক হ্যায় তো সেফ হ্যায়” স্লোগানকে পোক্ত রশি করে অবলিলায় হেঁটে গেছেন মহাজুটি।
যুগ যুগ ধরে মহারাষ্ট্রে একটা বড় ফ্যাক্টর হিন্দুত্ব ইস্যু। একসময়ে বাল ঠাকরের প্রতিপত্তি ছিল এই হিন্দুত্বের স্লোগানেই। এমনকি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে একনাথ শিন্ডের শিবির আলাদা হওয়ার সময়ও হিন্দুত্ব ইস্যুকেই কামড়ে ধরেছিল তারা। একইভাবে নির্বাচনী প্রচার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মহাজুটি লতায় পাতায় জড়িয়েছিল হিন্দুত্ব ছোঁয়া। তবে উল্টো পথে হেঁটে মহা বিকাশ আগাড়ি হিন্দু, মুসলিম, দলিত, সংখ্যালঘুদের এক সূত্রে বাঁধতে চেয়েছিল, সেখানেই বিজেপি হিন্দুত্ব ইস্যু নিয়ে মাটি কামড়ে পড়েছিল।আর যার লাভও মিলল দানায় দানায়।