১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা পুলিশ, পদস্থ আধিকারিকদের প্রোমোশনের দাবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
  • / 72

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘদিন ধরে একই পদে রয়েছেন কলকাতা পুলিশের বহু পদস্থ কর্মকর্তা।  এবার প্রোমশনের দাবি তুললেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। শনিবার কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক আক্ষেপের সঙ্গে জানান, সম্প্রতি রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের পদোন্নতি করা হয়েছে।

কিন্তু কলকাতা পুলিশে এখনও করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সিপি’র পদস্থ কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করেন, তার আর্জি জানান। তাঁদের যুক্তি। ১৯৯১ সাল ও তার পরের ব্যাচে রাজ্য পুলিশের কর্মকর্তাদের প্রোমোশনের ব্যবস্থা করা হলেও কলকাতা পুলিশে ১৯৯০ সালে নিযুক্ত পুলিশ কর্তাদের সিংহভাগের পদোন্নতি হয়নি। তাই  রাজ্য সরকার যাতে বিষয়টি আন্তরিকভাবে ব্যবস্থা করে, তার জন্য দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

তাছাড়া, অনেকেই সিনিয়র অফিসার। প্রোমোশন না হওয়ায় কর্মকর্তাদের অনেকেই হতাশ বলেও তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল।

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

তাঁদের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদস্থ আধিকারিকদের প্রোমশনের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন: অভিষেককে খুনের চেষ্টা, মুম্বই থেকে গ্রেফতার রাজারাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুলিশ, পদস্থ আধিকারিকদের প্রোমোশনের দাবি

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘদিন ধরে একই পদে রয়েছেন কলকাতা পুলিশের বহু পদস্থ কর্মকর্তা।  এবার প্রোমশনের দাবি তুললেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। শনিবার কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক আক্ষেপের সঙ্গে জানান, সম্প্রতি রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের পদোন্নতি করা হয়েছে।

কিন্তু কলকাতা পুলিশে এখনও করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সিপি’র পদস্থ কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করেন, তার আর্জি জানান। তাঁদের যুক্তি। ১৯৯১ সাল ও তার পরের ব্যাচে রাজ্য পুলিশের কর্মকর্তাদের প্রোমোশনের ব্যবস্থা করা হলেও কলকাতা পুলিশে ১৯৯০ সালে নিযুক্ত পুলিশ কর্তাদের সিংহভাগের পদোন্নতি হয়নি। তাই  রাজ্য সরকার যাতে বিষয়টি আন্তরিকভাবে ব্যবস্থা করে, তার জন্য দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

তাছাড়া, অনেকেই সিনিয়র অফিসার। প্রোমোশন না হওয়ায় কর্মকর্তাদের অনেকেই হতাশ বলেও তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল।

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

তাঁদের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদস্থ আধিকারিকদের প্রোমশনের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন: অভিষেককে খুনের চেষ্টা, মুম্বই থেকে গ্রেফতার রাজারাম