১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ রাখছে কলকাতা পুরসভা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 23

পুবের কলম প্রতিবেদকঃ দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ থাকবে শহরে। স্বাস্থ্যকর্মীরা ছুটিতে থাকায় পুজোর দিন গুলোতে বন্ধ থাকবে একাধিক স্বাস্থ্য কেন্দ্র। তবে প্রত্যেকদিনই নিয়ম করে হবে করোনা টেস্ট। তারসঙ্গেই চলবে ডেঙ্গু পরীক্ষাও। যদিও নির্দিষ্ট কয়েকটি সেন্টারেই এই পরীক্ষাগুলো করা হবে। পুজোর চারদিন পরেই আবার আগের নিয়মেই সমস্ত কেন্দ্রগুলি সচল থাকবে। শুক্রবার কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়।

এবিষয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত– প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানান– সপ্তমী– অষ্টমী– নবমী– দশমী পুজোর এই চারদিন কলকাতার সবকটি সাধারণ সেন্টার ও মেগা সেন্টারে টিকাকরণ বন্ধ থাকবে। যেহেতু পুজোর চারটে দিন কলকাতা পুরোভার সমস্ত বিভাগ বন্ধ থাকে– কর্মীরা ছুটিতে থাকেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারদিন পর– ১৬ তারিখ থেকে আবার আগের সময়েই চলবে টিকাকরণ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ রাখছে কলকাতা পুরসভা

আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ থাকবে শহরে। স্বাস্থ্যকর্মীরা ছুটিতে থাকায় পুজোর দিন গুলোতে বন্ধ থাকবে একাধিক স্বাস্থ্য কেন্দ্র। তবে প্রত্যেকদিনই নিয়ম করে হবে করোনা টেস্ট। তারসঙ্গেই চলবে ডেঙ্গু পরীক্ষাও। যদিও নির্দিষ্ট কয়েকটি সেন্টারেই এই পরীক্ষাগুলো করা হবে। পুজোর চারদিন পরেই আবার আগের নিয়মেই সমস্ত কেন্দ্রগুলি সচল থাকবে। শুক্রবার কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়।

এবিষয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত– প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানান– সপ্তমী– অষ্টমী– নবমী– দশমী পুজোর এই চারদিন কলকাতার সবকটি সাধারণ সেন্টার ও মেগা সেন্টারে টিকাকরণ বন্ধ থাকবে। যেহেতু পুজোর চারটে দিন কলকাতা পুরোভার সমস্ত বিভাগ বন্ধ থাকে– কর্মীরা ছুটিতে থাকেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারদিন পর– ১৬ তারিখ থেকে আবার আগের সময়েই চলবে টিকাকরণ।