কলকাতাFriday, 8 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ রাখছে কলকাতা পুরসভা

mtik
October 8, 2021 8:34 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ দুর্গাপুজোর চারদিন করোনা টিকাকরণ বন্ধ থাকবে শহরে। স্বাস্থ্যকর্মীরা ছুটিতে থাকায় পুজোর দিন গুলোতে বন্ধ থাকবে একাধিক স্বাস্থ্য কেন্দ্র। তবে প্রত্যেকদিনই নিয়ম করে হবে করোনা টেস্ট। তারসঙ্গেই চলবে ডেঙ্গু পরীক্ষাও। যদিও নির্দিষ্ট কয়েকটি সেন্টারেই এই পরীক্ষাগুলো করা হবে। পুজোর চারদিন পরেই আবার আগের নিয়মেই সমস্ত কেন্দ্রগুলি সচল থাকবে। শুক্রবার কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়।

এবিষয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত– প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানান– সপ্তমী– অষ্টমী– নবমী– দশমী পুজোর এই চারদিন কলকাতার সবকটি সাধারণ সেন্টার ও মেগা সেন্টারে টিকাকরণ বন্ধ থাকবে। যেহেতু পুজোর চারটে দিন কলকাতা পুরোভার সমস্ত বিভাগ বন্ধ থাকে– কর্মীরা ছুটিতে থাকেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারদিন পর– ১৬ তারিখ থেকে আবার আগের সময়েই চলবে টিকাকরণ।