পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার ৪৫ তম বইমেলা(kolkata Book Fair) শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১৩ ফেব্র&য়ারি পর্যন্ত। এবারেও বইমেলা বসছে সেন্ট্রল পার্কে। ৩১ তারিখ আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থিম হবে বাংলাদেশ। কোভিডের কথা মাথায় রেখে থাকছে ভার্চুয়ালি বইমেলা দেখার ব্যবস্থাও।
শুক্রবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বুক সেলার্স অ্যান্ড গিল্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।
এবারের বই মেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ। এছাড়া ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। তবে অতিমারির মধ্যে বইমেলা হওয়ায় কঠোর ভাবে মানতে হবে কোভিডবিধি।
বুক সেলার্স অ্যান্ড গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়– সভাপতি সুধাংশুশেখর দে জানান– ডবল ভ্যাক্সিনেশন ও মাস্কের ওপর জোর দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে কেউ প্রবেশ করতে পারবেন না। থাকবে ই-পাসের ব্যবস্থা। প্রতিটি মণ্ডপ হবে খোলামেলা। মাঠের মধ্যে যতটা সম্ভব উন্মুক্ত ফাঁকা এলাকা রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। প্রয়োজন পড়লে স্টলের মাপ কমাতে হবে।
অন্যদিকে– কলকাতা বইমেলার টানে প্রতিবছর ভিন রাজ্যে থেকে কলকাতায় ছুটে আসেন বই প্রেমীরা। এমনকি এই সময় বিদেশিরাও আসেন কলকাতায়। কিন্তু করোনা পরিস্থিতি বিধিনিষেধ থাকায় অনেকেই আসতে পারবেন না। তাদের জন্য বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালের কলকাতা বইমেলা সম্প্রচার করা হবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন। তবে অনলাইনে বই কেনা যাবে কি না– তা এখনও স্পষ্ট করা হয়নি গিল্ডের তরফে।