কলকাতাMonday, 5 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

করোনা আবহে, এবারও হচ্ছে না কলকাতা বইমেলা

mtik
July 5, 2021 1:55 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ চলতি বছরেও হচ্ছে না কলকাতা বইমেলা। জুলাই মাসে শহরে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আর হচ্ছে না। ফলে জুলাই মাসে হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শুধু জুলাই মাসেই নয়, আগামী ২-৩ মাসের মধ্যেও বইমেলা হওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই। এমনই আশঙ্কার কথা জানিয়েছে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। গত বছরের শেষ দিকে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন করার কথা ঘোষণা করেছিল গিল্ড। ঠিক হয়েছিল জুলাই মাসে হবে এই বইমেলা। কিন্তু চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই রাজ্যে করোনার কারণে প্রশাসনিক বিধিনিষেধ বহাল রয়েছে। বাংলাদেশেও থাকছে লকডাউন। আর তার জেরেই বাতিল হতে বসেছে ২০২১ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

ঠিক ছিল সল্টলেকের সেন্ট্রাল পার্কে হবে এই বইমেলা। থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কিন্তু করোনার কারণে বইমেলা করার মতো পরিস্থিতি নেই। হতাশার সুর আয়োজকদের মধ্যে।

গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সমস্যা তো আমাদের একার নয়। সমগ্র বিশ্ব এই পরিস্থিতির শিকার। আমরা জুলাইতে বইমেলার আয়োজন করার কথা ঘোষণা করেছিলাম। এখন যা পরিস্থিতি তাতে জুলাই মাসে কোনও সম্ভাবনা নেই। তাছাড়া ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। তারপর তো আর বাকি সাতদিনের মধ্যে মেলা আয়োজন সম্ভব নয়। যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তাহলেও একমাস সময় লাগবে। তারপরও অনেক বিষয় থাকে। লকডাউনে একাধিক দেশের বিমান পরিষেবা বন্ধের মতো গেরোগুলিও রয়েছে। এই পরিস্থিতিতে মেলার আয়োজন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। আমরা তৈরি থাকলেও পরিস্থিতি অনুকূল নয়।