কিয়েভ, ৮ নভেম্বরঃ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে রাশিয়া ভয় পেয়ে যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভের হলোসিভস্কি এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে কিয়েভের সামরিক কর্তৃপক্ষ। তবে এ হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতের পর থেকে ইউক্রেনের রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়।
Read More: লেবাননে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, হলোসিভস্কি এলাকায় একটি আবাসিক ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের গ্যারেজগুলো আগুনে পুড়ে গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ওপর থেকে ড্রোনের ভাঙা অংশ নিচে পড়ায় আগুন ধরে যায়। পরে জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। হামলার পর কিয়েভসহ ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বেশির ভাগ জায়গায় এক ঘণ্টা বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজানো হয়।