তথ্য লোপাটের অভিযোগকে নস্যাৎ করে প্রমাণ দিলেন কেসিআর কন্যা কে কবিতা

- আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক:একাধিক ফোন ভেঙে দিয়ে তথ্য লোপাট করার অভিযোগ ছিল তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার বিরুদ্ধে।ইডি অফিসে হাজিরা দেওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে সেই ফোনগুলিই প্রমাণ স্বরূপ তুলে ধরলেন রাষ্ট্র সমিতির নেত্রী। দিল্লির আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বারের মতো সমন করা হয়েছে কে কবিতাকে। মঙ্গলবার ইডি দফতরে যাওয়ার আগে হাতের ব্যাগ উঁচিয়ে কবিতা দাবি করেন, ইডি যে ফোন নষ্টের অভিযোগ করছে, সেই ফোন এই ব্যাগে রয়েছে। ফোন নষ্ট করার ঘটনাপ্রসঙ্গে ইডিকে দেওয়া এক চিঠিতে কে কবিতা লিখেছেন, এই ভাবে ফোন জমা নেওয়া একটা মহিলার জন্য খুবই অপমানজনক। এটা আমার ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘন করছে বলেই আমি মনে করি।
এ নিয়ে তৃতীয় বার কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন কবিতা। গত ১১ মার্চ এবং ২০ মার্চ দু’বার তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। মঙ্গলবার, তাঁকে আবারও তলব করা হয়। যদিও এই তলবকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা।