কর্নাটকে এস ডি পি আই সভাপতির হোটেল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল

- আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: শনিবার সকালে কর্নাটকের উদুপি সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) সভাপতির একটি হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । এস ডি পি আই জেলা সভাপতি নাসির আহমেদ এবং তার ভাই বশির আহমেদের মালিকানাধীন হোটেল ‘জারা ফ্যামিলি রেস্তোরাঁ’ জামিয়া মসজিদের কাছে অবস্থিত । ২০১৮ সালে, উদুপি পৌরসভা হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। তবে আদালতে ভেঙে ফেলার আদেশে স্থগিতাদেশ পেয়েছেন মালিকরা। নাজির আহমেদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের হোটেল ভেঙে ফেলা হচ্ছে। আমরা হিজাব ইস্যুতে সাম্প্রতিক কর্ণাটক বন্ধকে সমর্থন করেছিলাম এবং হিজাব আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলাম বলেই আমাদের হোটেল ভেঙে দেওয়া হচ্ছে। আমি সিএমসিতে অনুমতির জন্য আবেদন করেছিলাম কিন্তু কোন অনুমতি পাইনি। ভবন ভাঙার বিষয়টি যখন আলোচিত হচ্ছিল তখন আমি আদালতে গিয়েছিলাম। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। এরকম আরও অনেক ভবন আছে যেগুলো পৌরসভার নিয়ম লঙ্ঘন করছে কিন্তু তারা শুধু আমাদের টার্গেট করেছে। তবে সিএমসি কমিশনার উদয় শেঠি রাজনৈতিক প্রতিহিংসার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পদ্ধতি অনুযায়ী কাঠামো ভেঙে দিয়েছি। এটি একটি অননুমোদিত বিল্ডিং যা ২০১৮ সালে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে, পৌরসভা তাদের কাঠামোটি সরানোর জন্য একটি নোটিশ জারি করে। তারা দেওয়ানি আদালতে গিয়ে স্থগিতাদেশ পান। আমরা অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলার ব্যবস্থা নিয়েছি।
শনিবার, অনেক সিএমসি কর্মী হোটেল ভবন ভেঙে গুঁড়িয়ে দিতে উপস্থিত ছিলেন । নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে টাউন থানার উপ-পরিদর্শক প্রমোদ কুমার এবং উদুপির ডেপুটি পুলিশ সুপার সুধাকর এস নায়েকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।