পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের তেজপুরের ছাত্র যুব সমাবেশে ভেদ ভাবনা ও সাম্প্রদায়িক মেরুকরনের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। অল অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু) ‘র তিন দিনব্যাপী ১৬ তম দ্বিবার্ষিক অধিবেশনের রবিবার প্রকাশ্য সমাবেশ তেজপুর জেলার ভোমরাগুলি খেলার মাঠে অসমের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ছাত্র-যুব ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিশিষ্টদের মধ্যে কলকাতা থেকে মুহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, অসমের বিধায়ক আব্দুস সামাদ, আমসু’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই নাগরি, প্রাক্তন সভাপতি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আজিজুর রহমান, আজগার আলী, শামসুল হক, বিধায়ক আব্দুর রহিম আহমেদ, আমছু’র বর্তমান সভাপতি রেজাউল করিম সরদার, সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম যুগ্ম সম্পাদক আইনজীবী ইমতিয়াজ হোসেন, প্রবীণ সাংবাদিক আফ্রিদা হোসেন, ফালাহ গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান মুহাম্মদ সিরাজউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার ভাষণে মুহাম্মদ কামরুজ্জামান এদিন অসমের সংখ্যাগুরু ও সংখ্যালঘু সকলের জন্য সমান অধিকার ও সুবিচার দেওয়ার জন্য হিমন্ত বিশ্বশর্মা সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন সংবিধানের ৩০ ধারা অনুযায়ী মাদ্রাসা শিক্ষার সুযোগ মুসলমানদের অধিকার।
পশ্চিমবঙ্গে সেই সুযোগ আমরা পাচ্ছি, তাহলে অসমের সংখ্যালঘু মুসলমানদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে কেন ? অনুষ্ঠানে অসমীয়া রীতিমেনে বাঙালি অতিথি মুহাম্মদ কামরুজ্জামান ও অধ্যাপক সুরঞ্জন মিদ্দেকে সংবর্ধনা জানানো হয়। অল অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের মূল দাবি সব ধর্ম ও বর্ণের মধ্যে সমন্বয় গড়ে তুলে, সবাইকে সমান মর্যাদা দিতে হবে।