মুম্বই, ৩১ ডিসেম্বর: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন হাসপাতালে ভর্তি থাকা ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সামাজিক মাধ্যমে নার্স ও হাসপাতালের কর্মীদের সঙ্গে তাঁর নাচ-গানের একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে।
কয়েকদিন আগে মূত্রনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। পরে বিভিন্ন পরীক্ষায় জনা যায়, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তখন থেকেই উদ্বেগে ছিলেন ভক্তরা। তবে মঙ্গলবার চিকিৎসকেরা জানিয়েছেন, কাম্বলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাম্বলি পরিচিত একটি গানের তালে তালে নাচছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হাসপাতালে এক নার্স এবং কিছু কর্মীও। ওই ভিডিয়োতে কাম্বলি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভালোবাসার জোরে এতদূর চলে এসেছি।
এই হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের জন্যই অনেকটা সুস্থ হয়ে উঠেছি। সবাইকে অনেক ধন্যবাদ।’ চিকিৎসক বিবেক দ্বিবেদী জানিয়েছেন, কাম্বলিকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব দেখা গিয়েছিল। স্মৃতিশক্তিও কমে গিয়েছিল। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।’