বিচারপতিদের বিরুদ্ধে পিটিশন, অভিষেকের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 6
মোল্লা জসিমউদ্দিন: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে নতুন করে পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদনের এই মুহূর্তে কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দিয়ে অভিষেকের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট রেজিস্ট্রার।
সুপ্রিম কোর্টে সম্প্রতি মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, ‘তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করছেন, তাতে লাগাম টানতে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট’। শুধু তাই নয়, এই সমস্ত মন্তব্যের প্রভাব যাতে ইডি অথবা সিবিআই-এর তদন্তে না পড়ে, এই মর্মেও নির্দেশ দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টে আর্জি জানান অভিষেক। এর পাশাপাশি, তাঁর সংক্রান্ত যে মামলাগুলি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে, সেগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনেরও আর্জি জানান অভিষেক। যদিও সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠার আগেই শুক্রবার অভিষেকের এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তাঁর পর্যবেক্ষণ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের কোনও যুক্তি সঙ্গত কারণ নেই’।
গত ১০ জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। বিচারপতির সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে একটি চিঠিও জমা পড়ে। এরই মধ্যে হাইকোর্ট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির উত্স ও তার হিসাব জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পরেই সুপ্রিম কোর্টে যান অভিষেক। তাঁর দাবি, ‘তিনি বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাত্কার দিচ্ছেন। এছাড়াও, আদালতের ভিতরে বা বাইরে বাদী-বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়’। তিনি যাতে বিচারিধীন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন, সেই আর্জিও জানিয়েছিলেন অভিষেক। তবে আপাতত খারিজ এই পিটিশন।
যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বলেন, ‘খারিজের বিষয় নয়। কোনও পিটিশন খারিজ হয়নি। মডিফিকেশন অব অ্যাপ্লিকেশন করা হয়েছিল। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নিয়ে আগেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেখানে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন। সেখানে রেজিস্ট্রির নতুন আবেদন করতে বলেছে। সেইমতো পদক্ষেপ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার কোনও বিষয় নেই। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন বাকি মামলাগুলির শুনানির জন্য কোনও বিশেষ বেঞ্চ গঠন করা হোক। যে বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে প্রভাবিত হবেন না। একইসঙ্গে তাঁরা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত।’