৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুয়ারে জি২০ সম্মেলন, গোয়ার সমুদ্রতট থেকে উদ্ধার বিপুল সংখ্যক গুটখার প্যাকেট

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 8

পুবের কলম,ওয়েবডেস্ক: জি২০ উপলক্ষে চলছে ব্যাপক সাফাই অভিযান। রবিবার  গোয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক গুটখার প্যাকেট ও প্লাস্টিকের বোতল।

জানা গেছে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক, গোয়া জীববৈচিত্র বোর্ড ইত্যাদির উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ভারতীয় নৌবাহিনী দক্ষিণ গোয়ার কোলভা এবং উত্তর গোয়ার ক্যালাঙ্গুটে সমুদ্র সৈকত সাফাইয়ের কাজে হাত লাগিয়েছে।

এদিন রাজ্যের পরিবেশ সচিব অরুণ কুমার মিশ্র বলেন, গোয়ার সমুদ্র সৈকত থেকে  প্রচুর পরিমাণে গুটখার প্যাকেট উদ্ধার হয়েছে। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া।

ঘটনাপ্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পরিচালক ধর্মেন্দ্র কুমার গুপ্ত বলেছেন, আবর্জনা সংগ্রহের সময় আমরা সমুদ্রতট বা সংলগ্ন এলাকাগুলি থেকে প্রচুর প্লাস্টিকের বোতল, মাছ ধরার জাল পেয়েছি।

প্রসঙ্গত, জি২০ সম্মেলনের আগে নতুন করে সেজে উঠছে দেশ। বিশেষ করে, সম্মেলনস্থল এবং বিদেশি অতিথিদের যাতায়াতের রাস্তাগুলোর ভোল পাল্টে দেওয়া হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য সর্বক্ষণের সাফাইকর্মী নিযুক্ত করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুয়ারে জি২০ সম্মেলন, গোয়ার সমুদ্রতট থেকে উদ্ধার বিপুল সংখ্যক গুটখার প্যাকেট

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: জি২০ উপলক্ষে চলছে ব্যাপক সাফাই অভিযান। রবিবার  গোয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক গুটখার প্যাকেট ও প্লাস্টিকের বোতল।

জানা গেছে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক, গোয়া জীববৈচিত্র বোর্ড ইত্যাদির উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ভারতীয় নৌবাহিনী দক্ষিণ গোয়ার কোলভা এবং উত্তর গোয়ার ক্যালাঙ্গুটে সমুদ্র সৈকত সাফাইয়ের কাজে হাত লাগিয়েছে।

এদিন রাজ্যের পরিবেশ সচিব অরুণ কুমার মিশ্র বলেন, গোয়ার সমুদ্র সৈকত থেকে  প্রচুর পরিমাণে গুটখার প্যাকেট উদ্ধার হয়েছে। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া।

ঘটনাপ্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পরিচালক ধর্মেন্দ্র কুমার গুপ্ত বলেছেন, আবর্জনা সংগ্রহের সময় আমরা সমুদ্রতট বা সংলগ্ন এলাকাগুলি থেকে প্রচুর প্লাস্টিকের বোতল, মাছ ধরার জাল পেয়েছি।

প্রসঙ্গত, জি২০ সম্মেলনের আগে নতুন করে সেজে উঠছে দেশ। বিশেষ করে, সম্মেলনস্থল এবং বিদেশি অতিথিদের যাতায়াতের রাস্তাগুলোর ভোল পাল্টে দেওয়া হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য সর্বক্ষণের সাফাইকর্মী নিযুক্ত করা হয়েছে।