পুবের কলম প্রতিবেদক: কৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। একইসঙ্গে ফসলের নূন্যতম মূল্য নির্ধারণ করার দাবিও উঠছে। সেই আন্দোলনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জয় কিষান আন্দোলনের নেতারা। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন অভীক সাহা, যোগেন্দ্র যাদব, দীপক লাম্বা, প্রবীর মিশ্র প্রমুখ।
সংগঠকরা বলেন, রাজ্যে মহাপঞ্চায়েত করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের সামনে দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের অবস্থা তুলে ধরা হবে এবং সংগ্রামের আসন্ন কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করা হবে। এছাড়াও, পশ্চিমবঙ্গের কৃষকদের সবজি এবং ফলের মতো স্থানীয় ফসলের জন্য এমএসপি গ্যারান্টির জন্য রাজ্য আইনের দাবি এবং বর্তমান সংগ্রহের মরসুমে ধানের জন্য সমস্ত কৃষকের এমএসপি পাওয়ার বিষয়টিও তুলে ধরা হবে।