পুবের কলম প্রতিবেদকঃ অন্যান্য বছরের মতো এবছরও পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত হবে মিলন উৎসব-২০২৫। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এই উৎসবে একদিকে যেমন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, থাকবে স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রির বন্দোবস্ত। একইসঙ্গে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য জব-ফেয়ার আয়োজন করছে বৃত্ত নিগম। এর জন্য আবেদন করার শেষ তারিখ ছিল শুক্রবার। সেই সেই সময়সীমা বাড়াল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম।
শুক্রবার বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর জনাব শাকিল আহমেদ জানান, আজ আমাদের জব-ফেয়ারে আবেদনের শেষ তারিখ ছিল। আমরা সবার কথা ভেবে এবং আরও বেশি করে যুবক-যুবতীকে এই জব মেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, ২৩ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। চাকরির জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিত্ত নিগমের নিজস্ব ওয়েবসাইটে এর জন্য আলাদা করে একটি অপশন রাখা হয়েছে। সেখানে মিলন মেলা বলে যে অপশন আছে সেখানে গিয়ে আবেদনকারীরা নিজেদের যাবতীয় তথ্য দেওয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত ‘মিলন উৎসব ২০২৫- এর প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দানে। উপস্থিত ছিলেন বিত্ত নিগমের চেয়ারম্যান ও সংখ্যালঘু দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ড. পি.বি সেলিম, ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ, বিধায়ক হাজী আব্দুল খালেক মোল্লা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ভোকেশনাল বোর্ডের চেয়ারম্যান সাবির গাফফার প্রমুখ। এ দিন এই মেলার অগ্রগতি নিয়ে দীর্ঘ সময়ে আলোচনা হয়। এই মেলার সঙ্গে সংযুক্ত বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই মেলার সাব কমিটির কার্যক্রম নিয়েও দায়িত্বশীল ব্যক্তিত্বরা তাদের মতামত প্রদান করেন।
(খবরটি ‘পুবের কলম’ সংবাদপত্রের মুদ্রিত সংখ্যা থেকে নেওয়া)