১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 147

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: বিচ্ছিন্নতাবাদী যোগে তিহার জেলে বন্দি জম্মু-কাশ্মীরের সাংসদ আধুল রাশিদ শেখ তথা রাশিদ ইঞ্জিনিয়ারের দুদিনের জন্যে প্যারোল মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের এই নির্দেশের ফলে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারবেন তিনি। আদালত সূত্রের খবর, আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাশিদ। তবে তাঁকে সংসদে যাতায়াত করতে পারবেন সশস্ত্র পুলিশি প্রহরায়।

আরও পড়ুনঃ বাঘকে জঙ্গলে ফেরাতে গিয়ে বিপত্তি, বাঘের কামড়ে গুরুতর আহত অস্থায়ী বনকর্মী

এদিন দুদিনের এই প্যারোল মঞ্জুর করার পাশাপাশি দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্যারোলে থাকাকালীন দুটি শর্ত মানতে হবে রাশিদকে। এই দুই শর্ত হল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না রাশিদ এবং সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতেও পারবেন না। উল্লেখ্য, জম্মুকাশ্মীরের বারামুল্লার সাংসদ রাশিদ ইঞ্জিনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক সহায়তা করার ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেলবন্দি।

আরও পড়ুন: makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

২০১৯ সালে গ্রেফতার করা হয় রাশিদকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর তরফে এদিন দিল্লি হাইকোর্টে মামলা লড়েন আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং আইনজীবী এ মালিক। আদালতকে ওঁরা জানান, সংসদের অধিবেশনে রাশিদের যোগদান করার অধিকার নেই।

আরও পড়ুন: সংসদে অনুপ্রবেশ এক যুবকের

কী কারণে সংসদের অধিবেশনে যোগ দিতে চান, সেসম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ দর্শাতে পারেননি রাশিদ। অন্যদিকে, রাশিদের হয়ে মামলা লড়েন এন হরিহরণ এবং ভি ওবেরয়। রাশিদের আইনজীবী আদালতে পাল্টা জানান, জম্মুকাশ্মীরের সাংসদ হিসেবে রাশিদকে অধিবেশনে যোগ দিতে দেওয়া উচিত। কারণ জম্মুকাশ্মীরের ভাগে কেন্দ্রীয় বাজেট বরাদ্দে ব্যাপক কাটছাঁট করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন গেমিং নিয়ে বিল পাস সংসদে

https://puberkalom.com/first-day-of-exams-completed-in-accordance-with-madrasa-education-boards-instructions/

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: বিচ্ছিন্নতাবাদী যোগে তিহার জেলে বন্দি জম্মু-কাশ্মীরের সাংসদ আধুল রাশিদ শেখ তথা রাশিদ ইঞ্জিনিয়ারের দুদিনের জন্যে প্যারোল মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের এই নির্দেশের ফলে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারবেন তিনি। আদালত সূত্রের খবর, আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাশিদ। তবে তাঁকে সংসদে যাতায়াত করতে পারবেন সশস্ত্র পুলিশি প্রহরায়।

আরও পড়ুনঃ বাঘকে জঙ্গলে ফেরাতে গিয়ে বিপত্তি, বাঘের কামড়ে গুরুতর আহত অস্থায়ী বনকর্মী

এদিন দুদিনের এই প্যারোল মঞ্জুর করার পাশাপাশি দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্যারোলে থাকাকালীন দুটি শর্ত মানতে হবে রাশিদকে। এই দুই শর্ত হল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না রাশিদ এবং সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতেও পারবেন না। উল্লেখ্য, জম্মুকাশ্মীরের বারামুল্লার সাংসদ রাশিদ ইঞ্জিনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক সহায়তা করার ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেলবন্দি।

আরও পড়ুন: makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

২০১৯ সালে গ্রেফতার করা হয় রাশিদকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর তরফে এদিন দিল্লি হাইকোর্টে মামলা লড়েন আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং আইনজীবী এ মালিক। আদালতকে ওঁরা জানান, সংসদের অধিবেশনে রাশিদের যোগদান করার অধিকার নেই।

আরও পড়ুন: সংসদে অনুপ্রবেশ এক যুবকের

কী কারণে সংসদের অধিবেশনে যোগ দিতে চান, সেসম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ দর্শাতে পারেননি রাশিদ। অন্যদিকে, রাশিদের হয়ে মামলা লড়েন এন হরিহরণ এবং ভি ওবেরয়। রাশিদের আইনজীবী আদালতে পাল্টা জানান, জম্মুকাশ্মীরের সাংসদ হিসেবে রাশিদকে অধিবেশনে যোগ দিতে দেওয়া উচিত। কারণ জম্মুকাশ্মীরের ভাগে কেন্দ্রীয় বাজেট বরাদ্দে ব্যাপক কাটছাঁট করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন গেমিং নিয়ে বিল পাস সংসদে

https://puberkalom.com/first-day-of-exams-completed-in-accordance-with-madrasa-education-boards-instructions/