পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য সভার প্রার্থী হিসেবে বুধবার দুপুরে মনোনয়ন জমা দিতে চলেছেন জহর সরকার। বিধানসভায় সচিবের ঘরে প্রসার ভারতীর প্রাক্তন সিইও মনোনয়ন জমা দেবেন বলে সূত্রের খবর। আগামী ৯ আগস্ট এই আসনে ভোট সম্পন্ন হওয়ার কথা। আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডের সময় থেকেই জহর সরকারের মোদি বিরোধিতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এমনকী আলাপন বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ নিয়ে কলমও ধরেন তিনি। এবার রাজ্যসভাতেও মোদি বিরোধিতা চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন তিনি।
২০১৬ সালে নভেম্বরে প্রসার ভারতীর অধিকর্তা পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। সেই সময়েই তিনি স্পষ্ট করে দেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করছিলেন, তার সঙ্গে আমি মানিয়ে নিতে পারছিলাম না’। বরাবরই মোদি বিরোধী মনোভাব পোষণ করেছেন জহর সরকার।