পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর দলীয় সংগঠনে এসেছে ব্যাপক রদবদল। এর পাশাপাশি এবার বদল আসছে দলীয় মুখপত্রে জাগো বাংলার আঙ্গিকে। দৈনিক হচ্ছে জাগো বাংলা। শনিবার এক ট্যুইট বার্তায় এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার ট্যুইটারে তিনি জানান, ২১ জুলাই থেকে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করছে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা। ২১ জুলাই তৃণমূল শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। প্রতি বছর তৃণমূল সুপ্রিমো ১৯৯৩ সালে তৎকালীন বাম সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত দলীয় কর্মীদের স্মৃতিতে ২১ জুলাই সভা করে তাদের স্মরণ করা হয়। সেই সময় কংগ্রেসে থাকলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পরেও এই কর্মসূচির কোন বদল হয়নি। বরং তৃণমূল ক্ষমতায় আসার পর তা আরও কলেবরে বৃদ্ধি পেয়েছে। তবে ২০২০ সাল থেকে করোনা কাঁটায় বিদ্ধ হয়ে তা হচ্ছে ভার্চুয়াল। তবে এবার তাতে বাড়তি মাত্রা যোগ করল জাগো বাংলার দৈনিক আত্মপ্রকাশের সংবাদ।
এদিন ট্যুইটারে অভিষেক লিখেছেন, “জন্মলগ্ন থেকেই বাংলার মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে জাগো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ও আদর্শ রাজ্যজুড়ে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। এবার সেই জাগো বাংলার মেক ওভার করা হচ্ছে। আর জানতে সঙ্গে থাকুন”।