পুবের কলম,ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা। সেনা-জঙ্গির গুলিবর্ষণে আহত ৩ জওয়ান। আপাতত চিকিৎসাধীন রয়েছে তাঁরা। রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা জম্মু-কাশ্মীরে। বিশেষ করে রাজ্যের কিস্তওয়ারের জঙ্গলাকীর্ণ চাস এলাকায়। আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় হানা দেন ভারতীয় সেনা এবং ১১ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্যেরা। তিন-চারজন সন্ত্রাসী ওই এলাকায় আটকে আছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ৮ নভেম্বর সংশ্লিষ্ট এলাকায় দু’জন গ্রামসুরক্ষা জওয়ানকে (ভিলেজ ডিফেন্স গার্ড) খুন করা হয়েছিল। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে ওই খুনে অভিযুক্ত জঙ্গিরা কিস্তওয়ারের জঙ্গলে লুকিয়ে আছে। তারপরেই এদিন সকালে অতর্কিত হামলা চালায় সেনাবাহিনী।
শুরু হয় গুলির লড়াই। সেখানেই জঙ্গিদের গুলিতে তিন জওয়ান জখম হয়।তবে শুধু কিস্তওয়ারের জঙ্গলে না শ্রীনগরের হারওয়ান এলাকাতেও পৃথক সংঘর্ষ চলছে। সকাল ৯টা থেকে সেখানে গুলির লড়াই শুরু হয়েছে। ওই এলাকায় কয়েক জন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে সূত্রের খবর। তার পরেই অভিযান চালানো হয়। সেখানে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।