২৪ কিলো ওজনের হাতির দাঁত উদ্ধার

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 9
শুভজিৎ দেবনাথঃ প্রানী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো বনদপ্তরের বেলাকোবা রেঞ্জ। ২৪ কিলো হাতির দাত সমেত গ্রেফতার ২ জন।ক্রেতা সেজে রীতিমতো দরদাম করে ২ প্রানী দেহাংশ পাচারকারীকে গ্রেফতার করলো বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ও তার টিম।উদ্ধার হয়েছে এক জোড়া হাতির দাঁত। যার ওজন ২৪ কিলো। এতবড় মাপের হাতির দাঁত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত গোবিন্দ প্রধানের বাড়ি আলিপুর দুয়ারের জয়গা এলাকায়।
অপর একজন বিকাশ লামা যার বাড়ি মাদারীহাটের বোরো লাইন এলাকায়।জানা গেছে সঞ্জয় দত্তর কাছে গোপন সুত্রে খবর আসে নেপালে হাতির দাঁত পাচার করবে আলিপুর দুয়ারের একটি চক্র। সেই খবর মোতাবেক পাচারকারীদের কাছে ক্রেতা সেজে ওই হাতির দাঁত কিনবার জন্য যোগাযোগ করলে পাচারকারী ৬০ লক্ষ টাকা দড় হাঁকায়।এরপর সঞ্জয় দত্তর সাথে শুরু হয় দড়দাম। শেষ পর্যন্ত ১৫ লক্ষ টাকায় রেট ফাইনাল হয়। এরপর গতকাল রাতে ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা বাগানের কাছে ৩১ নং জাতীয় সড়কে বাইকে করে একটি ব্যাগে হাতির দাঁত দুটিকে নিয়ে আসলে তাদের বমাল গ্রেফতার করেন সঞ্জয় দত্ত ও তার টিম।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।