পুবের কলম প্রতিবেদক: সকাল থেকেই হাসছে আকাশ। বৃষ্টি থামতেই আড়াই ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়। হাওয়া অফিস বলছে এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাতে যে খুব স্বস্তি শীতপ্রেমীদের এমনটা নয়। আবহাওয়াবিদরা বলছেন, এখনই জাঁকিয়ে শীতের আশা নেই। নিম্নচাপের চাপ কমলেও পশ্চিমী ঝঞ্ঝার বাধায় ফের পথ হারাবে শীত।
আবহাওয়া দফতর বলছে সোমবারের পর আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। দৃশ্যমানতাও অনেকটাই কমে যেতে পারে। সে কারণে বেলা পর্যন্ত সতর্কতা জারি আবহাওয়া দফতরের। সকাল থেকেই কুয়াশার দাপট চলছে পশ্চিমের জেলাগুলিতে।