কলকাতাWednesday, 10 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

‘ছট এলে ভালো লাগে, তাই আসি,’ পুজো প্রস্তুতি দেখতে এসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

mtik
November 10, 2021 8:01 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ ছটপুজোর প্রস্তুতি দেখতে বুধবার দইঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন করোনাবিধি মেনে সকলকে ছটপুজো পালন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কোভিড বিধি মেনে ছট পুজোয় সবাই অংশ নিন। সাবধানে ঘাটে যান পুজো দিন। সুস্থ থাকুন, শান্তিতে পুজো করুন। গঙ্গা মায়ের আরাধনা করুন। গঙ্গা মা সবার কল্যাণ করুন। সবাইকে ছট পুজো শুভকামনা জানাচ্ছি।’ মুখ্যমন্ত্রী বলেন, ছট পুজোয় এলে ভালো লাগে। তাই প্রতি বছরই আসি।’

ছট পুজো উপলক্ষ্যে রাজ্যে দুদিন রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই সুষ্ঠুভাবে অনুষ্ঠান পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে ছটপুজোয় পরিবেশ দূষণ এড়াতে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ১৬টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই কেউ প্রবেশ করতে না তার জন্য চলছে নজরদারি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি পরিবেশবিদরা। এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত।

পরিবেশ আদালতের নিয়ম মেনেই চলছে পুলিশি টহলদারি। তবে ছটপুজো উপলক্ষ্যে কলকাতা পুরসভার তরফ ১৩২টি ঘাট ও ৩৬টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে।