৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘একটা সিটে কি ফলাফল হল তাতে তৃণমূলের কিছু যায় আসে না,’  সাগরদিঘিতে দলের পরাজয় সম্পর্কে মন্তব্য অরূপের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 7

আইভি আদক, হাওড়া:  একটা সিটে কি ফলাফল হলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। সাগরদিঘিতে দলের পরাজয় সম্পর্কে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই মন্তব্য করেন।

শুক্রবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘২৯৪ টা আসনের মধ্যে আমরা ২২০টায় জিতে রয়েছি। এখন ২১৯টা সিট রয়েছে। সুতরাং একটা আসনের ফলাফল নিয়ে আমাদের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন বাংলায় হয়েছে সেই উন্নয়নের কথা আগামী ১০০ বছর মানুষ মনে রাখবে। তবে আমরা মানুষের স্বার্থে কাজ করি। মানুষের জন্য কাজ করি। যেদিন মানুষের স্বার্থে কাজ করতে পারব না সেদিন আমরা নিজে থেকেই সরে যাব।’

প্রয়াত অভিনেতা তুলসী চক্রবর্তীর ১২৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে অরূপ রায় এদিন বলেন,  ‘মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই কোনও অনুষ্ঠানে আমরা মাইক বাজিয়ে অনুষ্ঠান করছি না। বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় জনপ্রতিনিধি হিসেবে। তবে সেখানে মাইক না ব্যবহার করে এমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তুলসী চক্রবর্তী এতো বড়ো মাপের একজন অভিনেতা ছিলেন। তিনি আমাদের হাওড়ার মানুষ ছিলেন। পাশাপাশি আমাদের পাড়ারই মানুষ। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘একটা সিটে কি ফলাফল হল তাতে তৃণমূলের কিছু যায় আসে না,’  সাগরদিঘিতে দলের পরাজয় সম্পর্কে মন্তব্য অরূপের

আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার

আইভি আদক, হাওড়া:  একটা সিটে কি ফলাফল হলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। সাগরদিঘিতে দলের পরাজয় সম্পর্কে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই মন্তব্য করেন।

শুক্রবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘২৯৪ টা আসনের মধ্যে আমরা ২২০টায় জিতে রয়েছি। এখন ২১৯টা সিট রয়েছে। সুতরাং একটা আসনের ফলাফল নিয়ে আমাদের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন বাংলায় হয়েছে সেই উন্নয়নের কথা আগামী ১০০ বছর মানুষ মনে রাখবে। তবে আমরা মানুষের স্বার্থে কাজ করি। মানুষের জন্য কাজ করি। যেদিন মানুষের স্বার্থে কাজ করতে পারব না সেদিন আমরা নিজে থেকেই সরে যাব।’

প্রয়াত অভিনেতা তুলসী চক্রবর্তীর ১২৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে অরূপ রায় এদিন বলেন,  ‘মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই কোনও অনুষ্ঠানে আমরা মাইক বাজিয়ে অনুষ্ঠান করছি না। বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় জনপ্রতিনিধি হিসেবে। তবে সেখানে মাইক না ব্যবহার করে এমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তুলসী চক্রবর্তী এতো বড়ো মাপের একজন অভিনেতা ছিলেন। তিনি আমাদের হাওড়ার মানুষ ছিলেন। পাশাপাশি আমাদের পাড়ারই মানুষ। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি।’