দামেস্ক, ৯ ডিসেম্বর : সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৮ মাসের অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে সিরিয়া পুনর্গঠনে সহযোগিতার কথা বললেও ইসরাইলকে সঙ্গে নিয়ে দামেস্কে রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখল’ করেছে ইসরাইল৷ এদিকে, দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন বিরোধী নেতারা। আর এজন্য নির্বাচনের আগে ১৮ মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা বলেছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর বিদেশ শাখার নেতা হাদি আল-বাহরা। একইসঙ্গে ছয় মাসের মধ্যে নতুন সংবিধানের খসড়া তৈরি করে এর উপর গণভোটের দাবি জানিয়েছেন তিনি।
এছাড়া আসাদ সরকারের পতনের পর প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনর্গঠনে এটা সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। তবে দেশটিতে, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন।
তবে বাইডেন শান্তি প্রতিষ্ঠার কথা বললেও, মিত্র ইসরাইলকে সঙ্গে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান দাবি করে সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। একইদিন দামেস্কের একটি গবেষণাকেন্দ্র গুঁড়িয়ে দেয় নেতানিয়াহু বাহিনী।
রাতারাতি সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান এবং ডিপো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ৫০ বছর পর প্রথমবারের মতো সিরিয়ার সীমান্ত অতিক্রম করে গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরাইল। অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরাইলের হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়েছে তেল আবিব।