দামেস্ক: গৃহযুদ্ধের ‘ঘা’ এখনও দগদগে। দীর্ঘ অশান্তির পর একটু শান্তির খোঁজে অস্থির সিরিয়ানরা। নামায, দুয়াকে নিত্য সঙ্গী করেছে তারা। এই আবহে ফের সে দেশে নতুন করে তেজস্ক্রিয়তার আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। অর্থাৎ ইসরাইল ডিফেন্স ফোর্স পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকা ব্যাপক ধ্বংসের মুখে ফেলতে পারে। যদিও এই অভিযোগ এখনও নিশ্চিত হয়নি। আর এই ঘটনার পর তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস পাচ্ছে বিশ্ব।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ইসরাইল সিরিয়ার উপকূলীয় শহর তারতুসে একটি বড় হামলা চালায়। সেই হামলায় স্কাউ মিসাইল নির্মাণের ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় ক্ষতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে।
Read More: শান্তির খোঁজে অস্থির ফিলিস্তিন
কিছু রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার ওপর এই হামলায় একটি ছোট্ট পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল ইহুদি সেনারা। যার কারণে ভূমিকম্প ও রেডিয়েশন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হামলার পরে তারতুসে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার বিস্তার ছিল তুরস্কের ইজনিক পর্যন্ত। যা ঘটনাস্থল থেকে ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানেই শেষ নয়, এই হামলার প্রায় ২০ ঘণ্টা পরে তুরস্ত ও সাইপ্রাসে রেডিয়েশন স্তর আচমকা বেড়ে যায় বলেও রেকর্ড করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই দু’টি ঘটনার ওপর দাঁড়িয়ে ইসরাইল পরমাণু হামলা করেছে বলে নিশ্চিত হচ্ছেন বিশেষজ্ঞরা।