পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলি ড্রোন হামলায় নিহত হামাসের নুখবা প্লাতুন কমান্ডার আবদ আল হাদি সাবা!
ইহুদি সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘গোপন সূত্রে খবর পেয়ে খান ইউনিস এলাকায় অভিযান চালায় আইডিএফ ও আইএসএ। এই অভিযানেই হত্যা করা হয় নুখবা প্লাতুন কমান্ডার সাবাকে।’