পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হল ইসরাইল-হামাস। বুধবার (১৫ জানুয়ারি) অবশেষে ইসরাইল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির অনুমোদন পৌঁছে দিয়েছে। বিবিসি জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্তততায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি হামাস ও ইসরাইলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এই চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে। গাজা থেকে ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
ক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন, ‘যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রবিবার থেকে এই চুক্তি কার্যকর হবে।’