ইসলামপুর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

- আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 4
কৌস্তুভ দে সরকার, ইসলামপুর: ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে এবার পদ্ম সাফ হয়ে গেল। ইমলামপুর ব্লকের একমাত্র বিজেপি পরিচালিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত চলে এল তৃণমূলের দখলে। এভাবেই বিজেপির ভাঙ্গন অব্যাহত থাকল এখানে। এই ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আট আসন বিশিষ্ট একটি জিপিতে মাত্র বিজেপি জিতেছিল। সেটিও তৃণমূল কংগ্রেসের হয়ে গেল শুক্রবার।
এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এক, বিজেপি পাঁচ ও দুজন নির্দল প্রার্থী জিতেছিল। নির্দল দুজন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। শুক্রবার উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এর বাসভবনে প্রধান, উপপ্রধানসহ বিজেপির চারজন যোগদান করে তৃণমূল কংগ্রেসে। যোগদান পর্বে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুনসহ তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীরা।
তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ইসলামপুর ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি বাদে সবই দখলে ছিল তৃণমূলের। এখন তেরোটিই তৃণমূলের হয়ে গেল। এখন সবাই এক পরিবারের সদস্য এবং সবাই মিলে এলাকার উন্নয়ন করবো। ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, আগামীদিনে তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
তৃণমূলে যোগদানকারীরা বলেন, রাজ্যজুড়ে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা দেখেই এলাকার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। এদিকে বিজেপির দাবি, আগামী দিনে ভোট হলেই বোঝা যাবে, এখানে কারা জিতবে।